সম্পাদকীয়

সম্পাদকঃ মুহাম্মদ মেহেদি হাসান । প্রাবন্ধিক ও কলামিস্ট সাবেক সভাপতি (ডিবেট বাংলাদেশ)

অন্যান্য

সম্পাদক

6/1/20251 min read

সম্পাদক হিসেবে মাসিক বাতায়নের প্রথম প্রকাশে একরাশ স্নিগ্ধ উচ্ছ্বাস, আগ্রহ ও আনন্দ প্রকাশের পাশাপাশি মস্তক অবনত চিত্তে মহান মুনিবের প্রতি অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি।

সময়ের তরুণ চিন্তাশীল মেধাবীদের মেধা, মনন ও যোগ্যতাকে আরো বেশি শাণিত করে তাদের চিন্তা ও চেতনাকে বিকশিত করতে, সৃজনশীল ও উন্নত চিন্তাকে লেখার মাধ্যমে নান্দনিকভাবে ফুটিয়ে তুলে অসংখ্য অগনিত দিকভ্রান্ত তরুণদের আলোর অভিযাত্রী ও জ্ঞানমুখী করে তৈরি করতে আমাদের এই নান্দনিক প্রয়াস। কথায় আছে পৃথিবীতে জানার শেষ নাই, তাই ইসলামেও দুলনা থেকে কবর পর্যন্ত অর্থ্যাৎ মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের জন্য প্রবলভাবে উৎসাহ দেওয়া হয়েছে। একইসাথে উদ্ধুদ্ধ করা হয়েছে 'যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? (সূরা যুমার-৯)'। নিশ্চয়ই জ্ঞানীরা আল্লাহর কাছে সম্মানিত।

জ্ঞান মানুষকে আলোকিত করার পাথেয় তথা জীবনের নির্ধারক শক্তি। জ্ঞানের মাধ্যমেই মূলত মানুষের শ্রেণি বিন্যাস। ভালো ও মন্দের পার্থক্য নির্ণয় যেমন একজন মানুষের স্বাভাবিক বুদ্ধিমত্তার পরিচয় দেয় আবার একইভাবে ভালোর উপর অবিচল থেকে মন্দ থেকে বিরত থাকার দীক্ষা সঠিক জ্ঞানের উপর অটুট থাকার পরিচয়।

তাই সর্বদা জ্ঞানচর্চার সাথে থাকা, অনুসন্ধিৎসু মন নিয়ে জ্ঞান দীপ্ত পথে চলতে পারাটাই সফলতার অংশ।

বাতায়ান শব্দের অর্থ জানালা, আমরা এটিকে জ্ঞানের সার্বজনীন বাতায়ান হিসেবে উপস্থাপন করতে চাই। জ্ঞানপিপাসু তরুণদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বাতায়ান। এটিকে আমরা শুধুমাত্র একটি সাহিত্য সাময়িকীতে সীমাবদ্ধ রাখতে চাইনা, আমরা চাইনা এটি কেবল প্রকাশনার কতগুলো কাগজে সীমাবদ্ধ থাকুক বরং বাতায়ান নিয়ে আমাদের দৃঢ় স্বপ্ন এই পত্রিকা লেখক তৈরি করবে, চিন্তাবিদ, শিল্পী তৈরি করবে, মেধাবীদের চিন্তাকে পরিচর্চা করে প্রস্ফুটিত করবে। ঝাঁকে ঝাঁক জ্ঞানপিপাসু পাঠক তৈরি করবে। যারা জ্ঞানের সুরভি ছড়িয়ে দিবে সর্বত্র। এককথায় বুদ্ধিভিত্তিক জাগরণ তৈরি করবে। ফলশ্রুতিতে বাতায়ান শুধুমাত্র একটি মাসিক সংখ্যায় সীমাবদ্ধ থাকবে না বরং পাঠকদের কাছে এটি তথ্য, দিকনির্দেশনা ও প্রেরণার বাতিঘর হবে ইনশাআল্লাহ।

আমরা একটি সুন্দর, স্বপ্নীল, সমৃদ্ধ, জ্ঞান নির্ভর ও নৈতিক বাংলাদেশের স্বপ্ন দেখি। এদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিক এদেশের স্টেক হোল্ডার। প্রতিটি সচেতন মানুষ জ্ঞানপিপাসু হলে, বুদ্ধিভিত্তিকভাবে ভাবতে পারলে, মূল্যবোধসম্পন্ন হলে, জ্ঞান ও বিজ্ঞানের যথাযথ অনুশীলন করতে পারলে এই দেশ বহুদূরে এগিয়ে যাবে। সে স্বপ্ন বাস্তবায়নের ক্ষুদ্র অংশীজন হয়ে ঋদ্ধ হতে চায় বাতায়ন পরিবার।

সম্মানিত পাঠক, আমরা চাই আপনারা আমাদের এই বুদ্ধিভিত্তিক আয়োজনের সহযোদ্ধা হোন, নিয়মিত বাতায়ানের সাথেই থাকুন। আমাদের অমার্জিত আলাপ আপনাদের পরামর্শে সংশোধিত ও পরিমার্জিত হোক বারবার তাহলেই বাতায়নের এই প্রয়াস হবে নান্দনিক ও অত্যাধুনিক। আমরা একটি আলোকিত বুদ্ধিভিত্তিক সমাজ চাই। সবাইকে পুনরায় বাতায়ানের প্রথম সংখ্যার প্রকাশে অনিঃশেষ শুভেচ্ছা জানাচ্ছি।