রক্তে লেখা মুক্তির প্রতিজ্ঞা

সাহিত্য

হাসিবুর রহমান

6/1/20251 min read

a large building with a dome
a large building with a dome

আজ যে জমিন রক্তে রঞ্জিত,

যে আকাশ ধ্বংসের ধোঁয়ায় ঢেকে গেছে,

সেখানেই ফুটবে একদিন মুক্তির সূর্য।

আজ যে শিশু কাঁদে মায়ের বুকে,

যে পিতা সন্তানের কবর খোঁড়ে

সেই কবরই হবে আগামীর ইতিহাসের পাথেয়।

ধ্বংসস্তূপে দাঁড়ানো মিনার একদিন ডাক দেবে

আল্লাহু আকবার!

আর আকাশ ছুঁয়ে বলবে,

ফিলিস্তিন মুক্ত!

কারণ, কোরআনের প্রতিটি আয়াতে আছে আশ্বাস,

রাসূলের প্রতিটি বাণীতে আছে প্রতিশ্রুতি

একদিন বিজয় আসবেই, ইনশাআল্লাহ।