ফিলিস্তিনের আকাশ
সাহিত্য
রক্তে রাঙা সূর্য ওঠে গাজার শূন্য মাঠে,
কান্না জাগে শিশুর মুখে ধ্বংসস্তুপের ঘাটে।
মায়ের চোখে অশ্রু ঝরে, বুক তার ব্যথায় ভরা,
পাখি নেই আজ আকাশ পানে, বুলেট কেবল ওড়া।
আযানের সুর থেমে গেছে ভেঙে গেছে মিনার,
শান্তির স্বপ্ন পুড়ে মরে, চারিদিকে হাহাকার।
বাঁশির সুরে বাজে না আর শিশুর মধুর গান,
বেঁচে থাকা মানে এখন মৃত্যুরই আহ্বান।
তবুও আশার প্রদীপ জ্বলে, ধূপের মতো ধীরে,
ফিলিস্তিনের গল্প লিখি, হৃদয় জুড়ে শিরে।